উরু-কাগিনা এর শিলাস্তম্ভ
১ নং শিলা
১ নং কলাম
দেবতা নিনগিরসু এর জন্য
দেবতা এনলিল এর যোদ্ধা,
উরু-কাগিনা,
রাজা
লাগাশ এর,
তার মন্দির
নির্মান করেন।
তার তি-রা-আশ এর প্রাসাদ
তিনি নির্মান করেন।
২ নং কলাম
আন-তা-শুর-রা
তিনি নির্মান করেন।
এ-গিশ-মে-রা
তিনি নির্মান করেন।
দেশগুলোতে এ-নে-বি এর আদেশ
তিনি নির্মান করেন।
ফলের বাড়ি যা দেশে প্রাচুর্য উৎপাদন করে
তিনি নির্মান করেন।
দেবতা দুন-শাগানা এর জন্য
তার আক্কিল এর বাসস্থান
৩ নং কলাম
তিনি নির্মান করেন।
দেবতা গাল-আলিম্মা এর জন্য
এ-মে-গাল-ঘুশ-আন-কি এর মন্দির
তিনি নির্মান করেন।
দেবী বাউ এর মন্দির
তিনি নির্মান করেন।
দেবতা এনলিল এর জন্য
এ-আদ্দা এর মন্দির,
তার ইম-সাগ-গা,
৪ নং কলাম
তিনি নির্মান করেন।
বুর-সাগ,
তার মন্দির যা উত্থিত হয় স্বর্গের প্রবেশদ্বারে
তিনি নির্মান করেন।
উর-কাগিনা এর,
রাজা
লাগাশ এর,
যে এ-নিন্নু এর মন্দির
নির্মান করেন,
তার দেবতা
৫ নং কলাম
হন দেবতা নিনশাঘ।
রাজার জীবনের জন্য
লম্বা দিন আসার সময়
দেবতা নিনগিরসু এর সামনে
সে তার মাথা নত করবে।
২ নং শিলা
দেয়ালের পাথরে
দেবতা নিনগিরসু এর জন্য,
যোদ্ধা
দেবতা এনলিল এর জন্য
উরু-কাগিনা,
রাজা
লাগাশ এর
আন-তা-শুর-রা,
তার দেশের প্রাচুর্যের ঘর,
নির্মান করেন।
তার প্রাসাদ তি-রা-আশ
তিনি নির্মান করেন।
[১২ ও ১৩ তম পদ ধ্বংষপ্রাপ্ত]
দেবতা গাল-আলিম্মা এর জন্য
[১৫-২১ তম পদ ধ্বংষপ্রাপ্ত]
তিনি নির্মান করেন।
দেবতা নিন-সার এর জন্য,
তরবারী এর বাহক
দেবতা নিনগিরসু এর,
তার মন্দির
তিনি নির্মান করেন।
দেবতা [...]গির জন্য
প্রিয়ভাজন
দেবতা নিনগিরসু এর,
তার মন্দির
তিনি নির্মান করেন।
বুর-সাগ,
তার মন্দির যা উত্থিত হয় স্বর্গের প্রবেশদ্বারে
তিনি নির্মান করেন।
দেবতা এনলিল এর জন্য
এ-আদ্দা এর মন্দির
তার ইম-সাগ-গা,
তিনি নির্মান করেন।
দেবতা নিনগিরসু এর জন্য
উপাসনাস্থান
এ-মেলাম-কুররা
তিনি নির্মান করেন।
মন্দির যেখানে বাস করেন দেবতা নিনগিরসু
তিনি নির্মান করেন।
উরু-কাগিনা এর,
যার মন্দির
দেবতা নিনগিরসু এর [...]
[...]
৩ নং শিলা
বেলনাকৃতির শিলা
১ নং কলাম
উরু-কাগিনা
রাজা
গিরসু-কি এর,
আন-তা-শুর-রা,
আন-তা-শুর-রা,
তার দেশের প্রাচুর্যের ঘর,
তার প্রাসাদ তি-রা-আশ
নির্মান করেন।
দেবী বাউ এর মন্দির
তিনি নির্মান করেন।
[...]
২ নং কলাম
[প্রথম কিছু পদ ধ্বংষপ্রাপ্ত]
তিনি নির্মান করেন।
দেবতা দুন-শাগানা এর জন্য
আক্কিল এ তার বাসস্থান
তিনি নির্মান করেন।
দেবতা [...] এর জন্য
তার মন্ত্রপূত কবজের ফলক
এবং তার মন্দির তিনি নির্মান করেন।
মন্দিরের মধ্যখানে
দেবতা যা-যা-উরু এর জন্য
দেবতা ইম-ঘুদ-এন এর জন্য
দেবতা গিম-নুন-তা-এন-আ এর জন্য
তাদের জন্য তিনি মন্দিরগুলো নির্মান করেন।
দেবতা নিন-সার এর জন্য [...]
[...]
৩ নং কলাম
[প্রথম কিছু পদ ধ্বংষপ্রাপ্ত]
দেবতা এনলিল এর জন্য
এ-আদ্দায় তার মন্দির, তার ইম-সাগ-গা,
তিনি নির্মান করেন।
দেবী নিনা এর জন্য
দেবী নিনা এর জন্য
তার প্রিয় নদী,
নিনা-কি-তুম-আ খাল
তিনি খনন করেন
খালের মুখে, একটি প্রাসাদ [...]
[...]
[...] লেখা পাওয়া যায় নি বা পাঠোদ্ধার করা যায় নি।
No comments:
Post a Comment